পাকিস্তান সরকারের শ্বেত-পত্রের উত্তর - দ্বিতীয় খন্ড । Replies to the Pakistani Government’s “White Paper” - Part 2

Front Cover
 

Selected pages

Common terms and phrases

অতঃপর অধিক অন্য অপবাদ অর্থাৎ আছে আজ আন্দোলন আন্দোলনের আমরা আমাদের আমার আমি আরও আরম্ভ আলী আল্লাহ আহমদীয়া জামা'তের আহমদীরা আহ্ ইসলামী ইসলামের ইহা ইহাতে ইহার উপর উপস্থাপন এই এই কথা এই সকল এইরূপ এক একজন একটি এখন এবং ঐ সময় কথা কর করা করা হইয়াছে করার জন্য করিতে করিতেছে করিবে করিয়া করিয়াছে করিল করে করেন কলেমা কাজ কি কিছু কিন্তু কুরআন কেননা কোন খেদমত খোদার গিয়া গ্রহণ ঘটনা চাইতে ছিল ছিলেন জামা'ত তখন তাঁহার তাহা হইলে তাহাদিগকে তাহাদের তাহারা তিনি তোমরা তোমাদের থাকিবে থাকে দিতে দেওয়া দেশ নহে না নাই নাম নিকট নিজেদের নিশ্চিহ্ন পত্রিকা পর্যন্ত পাকিস্তান পাকিস্তানের পারে পৃষ্ঠা প্রতি বড় বরং বলা বলিয়া বলেন বস্তুতঃ বা বিরুদ্ধে ব্যাপারে ভারতের ভূমিকা মধ্যে মসীহ মহান মুসলমান মুসলমানদের মুসলিম মুহাম্মাদ যখন যদি যায় যাহা যে রহিয়াছে লিখেন সকল সত্য সম্বন্ধে সরকার সরকারের সহিত সাঃ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাহেব হইতে হইতেছে হইবে হইয়া হইয়াছিল হইল হয় হযরত হিজরত হিন্দু

Bibliographic information