আরবা'ঈন: Arbaeen

Front Cover

 রাসূলে আকরাম (সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুসারে হযরত ইমাম মাহদী ও প্রতিশ্রুত ঈসা (আ.) হিসাবে যখন হযরত র্মিযা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) দাবী করেন তখন থেকে একদল আলেম তাঁর বিরুদ্ধাচরণ করে আসছেন। ঐ সকল বিরুদ্ধবাদীর বিপক্ষে অকাট্য দলিল প্রমাণ সাব্যস্তের লক্ষ্যে হযরত মসীহ মাওউদ (আ.) ২২ জুলাই ১৯০০ খ্রিষ্টাব্দে লাগাতার চল্লিশটি বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে ২২ জুলাই ১৯০০ খ্রিষ্টাব্দে ৪ (চার) পৃষ্ঠার একটি বিজ্ঞাপন আরবা’ঈন নং-১ আকারে প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, এই বিজ্ঞাপন প্রকাশের পর যদি কোন প্রতিবন্ধকতা না আসে তাহলে ইনশাল্লাহ্ চল্লিশটি বিজ্ঞাপন পূর্ণ (প্রকাশ) হওয়া পর্যন্ত পনের দিন অন্তর-অন্তর একটি করে বিজ্ঞাপন প্রকাশিত হতে থাকবে। এসব বিজ্ঞাপন প্রকাশের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং হযরত মসীহ মাওউদ (আ.) নিজেই আরবা’ঈনের ১নং খন্ডের প্রথম পৃষ্ঠায় উল্লেখ্য করেন, ‘এ প্রতিদ্বন্দ্বিতা হবে কেবল এ উদ্দেশ্যে যে, খোদা তা’লা কার পক্ষে অদৃশ্যের বিষয়াবলী ও অলৌকিক নির্দশনাবলী প্রকাশ করেন এবং দোয়াসমূহ গ্রহণ করেন।’


 

Selected pages

Common terms and phrases

১৯০০ অনেক অন্য অবতীর্ণ অর্থাৎ আছে আমরা আমাকে আমাদের আমার আমি আয়াত আর আল্লাহ আহমদ ইলহাম এই এক একটি এখন এটি এবং এমন এর ঐশী ওপর ওয়া ওহী কথা কর করতে করব করবে করবেন করা করার করে করেছেন করেন কারণে কি কিছু কিন্তু কুরআন কুরআনের কেননা কেবল কোন খোদা তা'লার খোদার গেছে গ্রহণ ছিল জন্য টীকা তখন তবে তা তাই তাকে তাদের তার তারা তাহলে তিনি তুমি তোমরা তোমাকে তোমাদের তোমার দাবি দিকে দেয়া ধ্বংস নবী নয় না নাম নিকট নিজের নিদর্শন নেই ন্যায় পক্ষ থেকে পবিত্র পর্যন্ত পারে পূর্ণ পৃথিবী প্রকাশ প্রতি প্রত্যেক প্রমাণ বছর বরং বলে বলেন বা বিষয় ব্যক্তি ভবিষ্যদ্বাণী মসীহ মহানবী মাঝে মাধ্যমে মানুষ মারা মিথ্যা মিথ্যাবাদী মুহাম্মদ মূসা মৃত্যু মৌলভী যখন যদি যা যায় যার যারা যে যেন রাসূল লাভ লেখক সকল সত্য সময় সমস্ত সম্পর্কে সাথে সাহেব সুতরাং সূরা সৃষ্টি সে সেই হওয়ার হচ্ছে হতে হবে হয় হযরত হয়ে হয়েছে হাফেয হে

About the author

 

Bibliographic information