জয্বাতুল হক: JAZBATUL HUQSyed Reyaz Ahmad, Syed Sarfaraz Ahmed, Syeda Naeema Begum - 190 pages ভারতের পূর্ব পাঞ্জাবে ইমাম মাহ্দী জাহির হওয়ার সংবাদ পাওয়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়ার হযরত মৌলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ (রহ.) সাহেবের অন্তরে নাড়া দেয় যে যার জন্য উম্মত অপেক্ষমান এবং যার আসার বিষয়ে আমরা আলেমরা অপেক্ষমান ইনি কি তিনি? এর পরপরই শুরু হয় তার অনুসন্ধান ও যাচাই বাছাই। দীর্ঘ কয়েক বছর তিনি ইমাম মাহ্দী (আ.) কর্তৃক লিখিত বই পুস্তক, তাঁর ওহী ইলহাম, তাঁর যুক্তি প্রমাণ যাচাই বাছাই করেন। শেষ পর্যায়ে এসে তিনি তাঁকে কিছু লিখিত প্রশ্ন করেন। এই লিখিত প্রশ্নের উত্তর পাওয়ার পরে তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত হন যে, তিনি সত্যিকারের আল্লাহ্র প্রেরিত মহাপুরুষ। কিন্তু আন্তরিক সন্তুষ্টির জন্য তিনি দেখতে চেয়েছিলেন যে, এই ইমাম মাহ্দীর নিকট যারা বয়আত গ্রহণ করেছেন তাদের আধ্যাত্মিকতার মান কোন পর্যায়ে উন্নীত হয়েছে- কেননা তার নিজের আধ্যাত্মিক অবস্থা সম্পর্কে তিনি খুব ভালোভাবে অনুধাবন করতে পারতেন। জয্বাতুল হক্ তার সেই আধ্যাত্মিকতার পথে মহাসংগ্রামের ধারাবাহিক বিবরণ। |