জয্বাতুল হক: JAZBATUL HUQ

Front Cover

 ভারতের পূর্ব পাঞ্জাবে ইমাম মাহ্দী জাহির হওয়ার সংবাদ পাওয়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়ার হযরত মৌলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ (রহ.) সাহেবের অন্তরে নাড়া দেয় যে যার জন্য উম্মত অপেক্ষমান এবং যার আসার বিষয়ে আমরা আলেমরা অপেক্ষমান ইনি কি তিনি? এর পরপরই শুরু হয় তার অনুসন্ধান ও যাচাই বাছাই। দীর্ঘ কয়েক বছর তিনি ইমাম মাহ্দী (আ.) কর্তৃক লিখিত বই পুস্তক, তাঁর ওহী ইলহাম, তাঁর যুক্তি প্রমাণ যাচাই বাছাই করেন। শেষ পর্যায়ে এসে তিনি তাঁকে কিছু লিখিত প্রশ্ন করেন। এই লিখিত প্রশ্নের উত্তর পাওয়ার পরে তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত হন যে, তিনি সত্যিকারের আল্লাহ্র প্রেরিত মহাপুরুষ। কিন্তু আন্তরিক সন্তুষ্টির জন্য তিনি দেখতে চেয়েছিলেন যে, এই ইমাম মাহ্দীর নিকট যারা বয়আত গ্রহণ করেছেন তাদের আধ্যাত্মিকতার মান কোন পর্যায়ে উন্নীত হয়েছে- কেননা তার নিজের আধ্যাত্মিক অবস্থা সম্পর্কে তিনি খুব ভালোভাবে অনুধাবন করতে পারতেন। জয্বাতুল হক্ তার সেই আধ্যাত্মিকতার পথে মহাসংগ্রামের ধারাবাহিক বিবরণ।

 

Common terms and phrases

অর্থাৎ আছে আপনার আপনি আব্দুল ওয়াহেদ আমরা আমাকে আমাদের আমার আমি আমি বললাম আর আলী আল্লাহ্ আল্লাহ্ তা'লা আহমদ আহমদীয়া ইমাম ইহুদিদের ঈসা উক্ত উত্তর উপর উল্লেখ এই এক একজন একটি এটি এবং এমন এর এরূপ এসে কথা করতে করবেন করলাম করলেন করা করা হয়েছিল করার করে করেছিলেন করেছেন করেন কাছে কারণ কি কিছু কিন্তু কুরআন কোন খোদা গেল গ্রহণ চলে ছিল ছিলেন জনাব জন্য তখন তা তাই তাকে তাদের তার তারা তাহলে তিনি তো থাকে থাকেন থেকে দিকে দিয়ে দ্বারা নবী নয় না নাম নি নিয়ে নেই পর পরে পর্যন্ত পারে প্রকাশ ফলে বড় বরং বললেন বলে বহু বা বাড়িতে ব্যক্তি ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মধ্যে মনে মসীহ্ মিঞা মির্যা মুনশী মোহাম্মদ মৌলভী মৌলানা সাহেবের যখন যদি যা যায় যার যারা যে রহমান রা লাভ লোক শুনে সঙ্গে সময় সম্পর্কে সাহেব সুতরাং সে সেই সেখানে সৈয়দ হওয়ার হতে হবে হয় হযরত ঈসা হযরত মৌলানা হয়ে হয়েছে হল

About the author

 

Bibliographic information