কুরআন মজীদ-এর কয়েকটি বিষয় ভিত্তিক নির্বাচিত আয়াত | Selected Verses of The Holy Quranনিখিল-বিশ্ব আহ্মদীয়া মুসলিম সম্প্রদায় পৃথিবীর বিভিনড়ব ভাষায় কুরআন করীমের অনুবাদ প্রকাশের উদ্দেশ্যে একটি অতি উচ্চাভিলাষী ও মহৎ পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা হল, ১৯৮৯ সালের মধ্যে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠার শতবর্ষপূর্তি উপলক্ষ্যে পৃথিবীর অন্যূন ৫০টি বহুল প্রচলিত ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ সম্পন্ন করা। এছাড়া, কুরআন করীমের পূর্ণাঙ্গ অনুবাদ প্রস্তুত করার কাজের সঙ্গে সঙ্গে, আরও অন্যান্য ভাষা-ভাষীদের কাছে অন্ততঃ আংশিক হলেও যাতে এই পবিত্র গ্রন্থের অনুবাদ পৌঁছানো যায়, তারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে পবিত্র কুরআনের বিষয় ভিত্তিক কিছু কিছু যথোপযুক্ত আয়াত সংকলিত করা হয়েছে যাতে এমন সব পাঠকের কাছে ইসলামের মৌলিক শিক্ষার খানিকটা তুলে ধরা যায়, যারা ইসলাম সম্পর্কে খুব সামান্যই অবহিত কিংবা অবহিত নন। |